পশ্চিমবঙ্গের সবুজ সাথী যোজনা

author
জমাদানকারী shahrukh চালু Thu, 02/05/2024 - 13:14
পশ্চিমবঙ্গ CM
Scheme Open
হাইলাইট
  • নবম এবং দশম শ্রেণীর যোগ্য শিক্ষার্থীদের বিনামূল্যে সাইকেল প্রদান করা হবে।
Customer Care
  • পশ্চিমবঙ্গ সবুজ সাথী প্রকল্পের হেল্পলাইন নাম্বার :-
    • ০৯১২৩৯১৭৭৭৩.
    • ০৭০৪৪০৩৩৮৮৮.
  • পশ্চিমবঙ্গ সবুজ সাথী প্রকল্পের হেল্পডেস্ক ইমেল :- saboojsathi-wb@gov.in.
  • পশ্চিমবঙ্গ তপশিলী জাতি, আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন এবং বিত্ত নিগম হেল্পডেস্ক ইমেল :- wbscstdfc@gmail.com.
  • পশ্চিমবঙ্গ তপশিলী জাতি, আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন এবং বিত্ত নিগম ফ্যাক্স :-
    • ০৩৩-৪০০৫১২৩৩
    • ০৩৩-৪০০৫১২৩৪
  • পশ্চিমবঙ্গ শিক্ষা বিভাগের হেল্পলাইন নাম্বার :- ১৮০০১০২৩১৫৪.
প্রকল্পের ওভারভিউ
প্রকল্পের নাম পশ্চিমবঙ্গ সবুজ সাথী প্রকল্প।
সূচনা সময়কাল ২০১৫।
সুবিধা নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে সাইকেল।
উদ্দেশ্য
  • শিক্ষার্থীদের বিশেষত মেয়েদের ক্ষমতায়ন করা।
  • উচ্চশিক্ষার জন্য মেয়েদের উৎসাহিত করা।
নোডাল বিভাগ অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ।
নোডাল সংস্থা পশ্চিমবঙ্গ তপশিলী জাতি, আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও বিত্ত নিগম।
আবেদন প্রক্রিয়া অফলাইনে স্কুলের মাধ্যমে।

ভূমিকা

  • পশ্চিমবঙ্গ সুবজ সাথী প্রকল্পটি হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রধান প্রকল্প।
  • এটি ২০১৫ সালে শুরু হয়েছিল।
  • এই প্রকল্পটি শুরু করার পিছনে মূল উদ্দেশ্য হলো স্কুলগামী শিক্ষার্থীদের বিশেষত মেয়েদের উচ্চ শিক্ষা গ্রহণে উৎসাহিত করা।
  • এই প্রকল্পের নোডাল বিভাগ হলো পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী বিভাগ।
  • এই প্রকল্পের নোডাল সংস্থা হলো পশ্চিমবঙ্গ তপশিলী জাতি, আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও বিত্ত নিগম।
  • নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের এই প্রকল্পের অধীনে যোগ্য হবে।
  • শুধুমাত্র সরকারী স্কুল বা সরকার পরিচালিত স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের এই প্রকল্পের অধীনে যোগ্য বলে বিবেচিত হবে।
  • পশ্চিমবঙ্গ সবুজ সাথী প্রকল্পের অধীনে যোগ্য শিক্ষার্থীদের বিনামূল্যে সাইকেল দেওয়া হবে।
  • শিক্ষার্থীদের তালিকা তৈরি করে স্কুলের শিক্ষক বিভাগে পাঠানো হবে।

সুবিধা

  • নবম এবং দশম শ্রেণীর যোগ্য শিক্ষার্থীদের বিনামূল্যে সাইকেল প্রদান করা হবে।

যোগ্যতা শর্তাবলী

  • পশ্চিমবঙ্গের বাসিন্দা।
  • নিম্নলিখিত স্কুলগুলিতে শিক্ষার্থীদের অধ্যয়নরত হতে হবে :-
    • সরকার পরিচালিত স্কুল।
    • সরকার সাহায্যপ্রাপ্ত স্কুল।
    • সরকার স্পন্সরড স্কুল।
    • পশ্চিমবঙ্গ রাজ্যের মাদ্রাসা।
  • নিম্নলিখিত শ্রেণীতে শিক্ষার্থীদের অধ্যয়নরত হতে হবে :-
    • নবম শ্রেণী।
    • দশম শ্রেণী।
    • একাদশ শ্রেণী।
    • দ্বাদশ শ্রেণী।

প্রয়োজনীয় নথিপত্র

  • পশ্চিমবঙ্গের আবাসন (দমিসাইল)।
  • আর্ধার কার্ড।
  • শিক্ষার্থীদের আইডেন্টিটি কার্ড।
  • মোবাইল নাম্বার।

আবেদন প্রক্রিয়া

  • শিক্ষার্থীদের যেকোনো জায়গায় আবেদন করার প্রয়োজন নেই।
  • যে স্কুলে শিক্ষার্থীরা পাঠরত সেই স্কুল সবুজ সাথী পোর্টালে যোগ্য শিক্ষার্থীদের নিবন্ধন করবে।
  • শিক্ষার্থীদের তথ্য পূরণ করার পর, স্কুল দ্বারা তাদেরকে যাচাই করা হবে।
  • সমস্ত পূরণ করার তথ্য যথাযত যাচাইকরণের পর, স্কুল দ্বারা শিক্ষার্থীর তথ্য সবুজ সাথী পোর্টালে জমা করা হবে।
  • তারপর, জেলার জেলা নোডাল অফিসারের দ্বারা আবেদনপত্রটি যাচাই করা হবে।
  • যোগ্য শিক্ষার্থীদের তালিকা তৈরি হয়ে গেলে, স্কুলে অথবা সরকার দ্বারা বাছাই করা গ্রুপ প্রোগ্রামে শিক্ষার্থীদের সাইকেলগুলি দেওয়া হবে।

প্রকল্পের বৈশিষ্ট্য

  • পশ্চিমবঙ্গ সরকার দ্বারা এই প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়িত হয়েছে।
  • এপর্যন্ত, এই প্রকল্পের মোট ৭ টি পর্যায় সম্পন্ন হয়েছে এবং ৮ তম পর্যায় শুরু হয়েছে।
  • প্রথম পর্যায়ে, সরকার কর্তৃক ২৫.৩৪ লক্ষ সাইকেল দেওয়া হয়েছিল এবং দ্বিতীয় পর্যায়ে, ৯.৬০ লক্ষ সাইকেল শিক্ষার্থীদের দেওয়া হয়েছিল।
  • ২০১৫ সাল থেকে, সরকার কর্তৃক ১,০৪,১৬,৫২৫ টি সাইকেল শিক্ষার্থীদের বিতরণ করা হয়েছে যার মধ্যে ৪৮,৭৯,১৪৩ টি ছেলেদের এবং ৪৮,৭৯,১৪৩ মেয়েদের।
  • এখনও পর্যন্ত ১২,২৩৫ টি স্কুল এই প্রকল্পে যুক্ত হয়েছে।
  • নিম্নলিখিত নির্মাতাদের দ্বারা তৈরী সাইকেলগুলি শিক্ষার্থীদের প্রদান করা হবে :-
    • হিরো সাইকেলস্ এলটিডি.।
    • এভন সাইকেলস্ এলটিডি.।
    • টিআই সাইকেলস্ এলটিডি.।

সবুজ সাথী প্রকল্পের নোডাল অফিসারদের যোগাযোগের নাম্বারগুলি

জেলার নাম উপাধি যোগাযোগের বিবরণ
আলিপুরদুয়ার পি.ও কাম ডি.ডাব্লিউ.ও।
  • ০৩৫৬৪-২৫৩২৫৬
  • podwoapd2014@gmail.com.
বাঁকুড়া জেলা ব্যাবস্থাপক (ম্যানেজার), তপশিলী জাতি,
আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও বিত্ত নিগম।
  • ০৩২৪২-২৫১০৪৭
  • ০৩২৪২-২৪১৯১৪
  • dm.wbscstdfc.bankura@gmail.com.
পূর্ব বর্ধমান জেলা ব্যাবস্থাপক (ম্যানেজার), তপশিলী জাতি,
আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও বিত্ত নিগম।
  • ০৩৪২-২৫৬৭৭০৬
  • sctc.bdn@gmail.com.
পশ্চিম বর্ধমান জেলা ব্যাবস্থাপক (ম্যানেজার), তপশিলী জাতি,
আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও বিত্ত নিগম।
  • scstpmbdn@gmail.com.
বীরভূম পি.ও কাম ডি.ডাব্লিউ.ও।
  • ০৩৪৬২-২৫৫৭৪৬
  • pobcwbirbhum@gmail.com.
কোচবিহার ডি.ডাব্লিউ.ও।
  • ০৩৫৮২-২২২৬১৪
  • ০৩৫৮২-২৩১৫০৯
  • bcwcob@gmail.com.
দক্ষিণ দিনাজপুর জেলা ব্যাবস্থাপক (ম্যানেজার), তপশিলী জাতি,
আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও বিত্ত নিগম।
  • ০৩৫২২-২৫৫৬২৭
  • wbscstdfcdd@gmail.com.
হাওড়া জেলা ব্যাবস্থাপক (ম্যানেজার), তপশিলী জাতি,
আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও বিত্ত নিগম।
  • ০৩৩২৬-৪১৫৩৪৩
  • saboojsathihowrah@gmail.com.
হুগলি পি.ও কাম ডি.ডাব্লিউ.ও।
  • ০৩৩২৬-৮১২৬৫৯
  • pobcwhoog@gmail.com.
জলপাইগুড়ি পি.ও কাম ডি.ডাব্লিউ.ও।
  • ০৩৫৬১-২৩০০৬৯
  • bcwdjal@gmail.com.
মালদা পি.ও কাম ডি.ডাব্লিউ.ও।
  • ০৩৫১২-২২১০৪৮
  • bcwmalda@gmail.com.
মুর্শিদাবাদ জেলা ব্যাবস্থাপক (ম্যানেজার), তপশিলী জাতি,
আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও বিত্ত নিগম।
  • ০৩৪৮২-২৫১১২৮
  • dmscstdfcmsd@gmail.com.
নদিয়া ডি.ডাব্লিউ.ও।
  • ০৩৪৭২-২৫২৫৬৭
  • bcwonadia@gmail.com.
উত্তর ২৪ পরগনা জেলা ব্যাবস্থাপক (ম্যানেজার), তপশিলী জাতি,
আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও বিত্ত নিগম।
  • ০৩৩২৫-৫২৩২৬০
  • ০৩৩২৫-৮৪২২২৭
  • dmscst.n24p@gmail.com.
পশ্চিম মেদিনীপুর পি.ও কাম ডি.ডাব্লিউ.ও।
  • ০৩২২২-২৭৫৮৯৯
  • pasmid.scstdfc@gmail.com.
ঝাড়গ্রাম জেলা ব্যাবস্থাপক (ম্যানেজার), তপশিলী জাতি,
আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও বিত্ত নিগম।
  • jhargramsdo@gmail.com.
পূর্ব মেদিনীপুর ডি.ডাব্লিউ.ও।
  • ০৩২২৮-২৬৩৩৩৭.
  • dwobcw.pumid@gmail.com.
পুরুলিয়া জেলা ব্যাবস্থাপক (ম্যানেজার), তপশিলী জাতি,
আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও বিত্ত নিগম। 
  • ০৩২৫২-২২২৯০১
  • districtmanagerpurulia@yahoo.in.
শিলিগুড়ি পি.ও কাম ডি.ডাব্লিউ.ও।
  • ০৩৫৩-২৫৮২০০৩
  • slgpodwo1@gmail.com.
দক্ষিণ ২৪ পরগনা জেলা ব্যাবস্থাপক (ম্যানেজার), তপশিলী জাতি,
আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও বিত্ত নিগম।
  • ০৩৩-২৪৭৯২০৬৭
  • dmscst24pgs@gmail.com.
উত্তর দিনাজপুর জেলা ব্যাবস্থাপক (ম্যানেজার), তপশিলী জাতি,
আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও বিত্ত নিগম।
  • ০৩৫২৩-২৪৬০৪৬.
  • ০৩৫২৩-২৪৬০৮২.
  • sctcud@gmail.com.
*পি.ও কাম ডি.ডাব্লিউ. মানে প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার।

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি

যোগাযোগ বিবরণ

  • পশ্চিমবঙ্গ সবুজ সাথী প্রকল্পের হেল্পলাইন নাম্বার :-
    • ০৯১২৩৯১৭৭৭৩.
    • ০৭০৪৪০৩৩৮৮৮.
  • পশ্চিমবঙ্গ সবুজ সাথী প্রকল্পের হেল্পডেস্ক ইমেল :- saboojsathi-wb@gov.in.
  • পশ্চিমবঙ্গ তপশিলী জাতি, আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন এবং বিত্ত নিগম হেল্পডেস্ক ইমেল :- wbscstdfc@gmail.com.
  • পশ্চিমবঙ্গ তপশিলী জাতি, আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন এবং বিত্ত নিগম ফ্যাক্স :-
    • ০৩৩-৪০০৫১২৩৩
    • ০৩৩-৪০০৫১২৩৪
  • পশ্চিমবঙ্গ শিক্ষা বিভাগের হেল্পলাইন নাম্বার :- ১৮০০১০২৩১৫৪.
  • পশ্চিমবঙ্গ তপশিলী জাতি, আদিবাসী ও
    অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন এবং বিত্ত নিগম,
    ব্লক - সিএফ, ২১৭/এ/১, সেক্টর - ১,
    সল্ট লেক, কলকাতা, ৭০০০৬৪.
  • অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার,
    ডিজে (DJ) - ৪, সেক্টর-II , অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ,
    এসডিও বিধাননগর, ৪ র্থ তলা, সল্ট লেক,
    কলকাতা, ৭০০০৯১.

সেক্টরের জন্য ম্যাচিং প্রকল্প: শিক্ষা

Sno CM Scheme সরকার
1 পশ্চিমবঙ্গ কন্যাশ্রী যোজনা পশ্চিমবঙ্গ
2 পশ্চিমবঙ্গ স্বামী বিবেকানন্দ বৃত্তি প্রকল্প পশ্চিমবঙ্গ
3 পশ্চিমবঙ্গ আইক্যশ্রী স্কিম পশ্চিমবঙ্গ
4 পশ্চিমবঙ্গ শিক্ষাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ
5 পশ্চিমবঙ্গ তরুণের স্বপ্ন প্রকল পশ্চিমবঙ্গ

সেক্টরের জন্য ম্যাচিং প্রকল্প: শিক্ষা

Sno CM Scheme সরকার
1 PM Scholarship Scheme For The Wards And Widows Of Ex Servicemen/Ex Coast Guard Personnel কেন্দ্র সরকার
2 Begum Hazrat Mahal Scholarship Scheme কেন্দ্র সরকার
3 Kasturba Gandhi Balika Vidyalaya কেন্দ্র সরকার
4 প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) কেন্দ্র সরকার
5 Deen Dayal Upadhyaya Grameen Kaushalya Yojana(DDU-GKY) কেন্দ্র সরকার
6 SHRESHTA Scheme 2022 কেন্দ্র সরকার
7 ন্যাশনাল মিনস্ কাম মেরিট স্কলারশিপ প্রকল্প কেন্দ্র সরকার
8 Rail Kaushal Vikas Yojana কেন্দ্র সরকার
9 স্বনাথ স্কলারশিপ স্কীম কেন্দ্র সরকার
10 Pragati Scholarship Scheme কেন্দ্র সরকার
11 সক্ষম স্কলারশিপ প্রকল্প কেন্দ্র সরকার
12 Ishan Uday Special Scholarship Scheme কেন্দ্র সরকার
13 Indira Gandhi Scholarship Scheme for Single Girl Child কেন্দ্র সরকার
14 নয়া উড়ান প্রকল্প কেন্দ্র সরকার
15 Central Sector Scheme of Scholarship কেন্দ্র সরকার
16 North Eastern Council (NEC) Merit Scholarship Scheme কেন্দ্র সরকার
17 তপশিলী জাতি (SC) ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর (OBC) শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কোচিং প্রকল্প কেন্দ্র সরকার
18 জামিয়া মিলিয়া ইসলামিয়া (জেএমআই) সিভিল সার্ভিসের জন্য বিনামূল্যে কোচিং স্কিম কেন্দ্র সরকার
19 সিভিল সার্ভিসের জন্য আলীগড় মুসলিম ইউনিভার্সিটি ফ্রি কোচিং স্কীম কেন্দ্র সরকার
20 জুডিশিয়াল সার্ভিসের জন্য আলীগড় মুসলিম ইউনিভার্সিটি ফ্রি কোচিং স্কীম কেন্দ্র সরকার
21 এসএসসি সিজিএলের জন্য আলীগড় মুসলিম ইউনিভার্সিটি ফ্রি কোচিং স্কীম কেন্দ্র সরকার
22 PM Yasasvi Scheme কেন্দ্র সরকার
23 সিবিএসই উড়ান প্রকল্প কেন্দ্র সরকার
24 সিভিল সার্ভিসের জন্য আতিয়া ফাউন্ডেশন ফ্রি কোচিং প্রোগ্রাম কেন্দ্র সরকার
25 স্নাতকোত্তর শিক্ষার জন্য ন্যাশনাল স্কলারশিপ কেন্দ্র সরকার
26 Vigyan Dhara Scheme কেন্দ্র সরকার

Comments

পার্মালিঙ্ক

মন্তব্য

জানিনা কিভাবে সবুজ সাথী স্কিমের অধীনে আবেদন করতে হয়। অনুগ্রহ করে পদ্ধতিটি স্পষ্ট করুন।

নতুন কমেন্ট যুক্ত করুন

Plain text

  • সকল HTML ট্যাগ নিষিদ্ধ।
  • লাইন এবং প্যারা বিরতি স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হয়।

Rich Format