হাইলাইট
- কন্যাশ্রী প্রকল্পের অধীন যোগ্য মেয়েদের এই নিম্নলিখিত আর্থিক সহায়তা দেওয়া হবে :-
- ১৩ থেকে ১৮ বছর বয়সসীমার মধ্যে থাকা অবিবাহিত মেয়েদের বার্ষিক ১০০০/- টাকা হারে আর্থিক সাহায্য দেওয়া হয়।
- দ্বাদশ অথবা ইহার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ ১৮ থেকে ১৯ বছর বয়সসীমার মধ্যে থাকা অবিবাহিত মেয়েদের এককালীন ২৫,০০০/- টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।
ওয়েবসাইট
Customer Care
- পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্প পরিকল্পনার হেল্পলাইন নম্বর :-
- ০৩৩-২৩৩৭৩৮৪৬.
- ০৯০০৭৪৬২০৮৮.
- পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্প পরিকল্পনার অভিযোগ নম্বর :- ০৯০০২৪৮১৮৭৪
- পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্প পরিকল্পনার হেল্পলাইন ইমেল :- support.kanyashree@nic.in.
- পশ্চিমবঙ্গ মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ এবং সমাজকল্যাণ দপ্তরের হেল্পলাইন নম্বর :-
- ০৩৩-২৩৩৪১৫৬৩.
- ০৩৩-২৩৩৭১৭৯৭.
- পশ্চিমবঙ্গ মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ এবং সমাজকল্যাণ দপ্তরের হেল্পলাইন ইমেল :- secy.wcdsw@gmail.com.
তথ্য প্রচারপত্র
একঝলকে কন্যাশ্রী প্রকল্প
|
|
---|---|
প্রকল্পের নাম | পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্প। |
সূচনা | ১ লা অক্টোবর ২০১৩. |
সুবিধাগুলি | শিক্ষার ব্যয় মেটাতে আর্থিক সহায়তা। |
আর্থিক সহায়তা |
|
নোডাল এজেন্সি | পশ্চিমবঙ্গ সরকারের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ বিভাগ। |
সাবস্ক্রিপশন | যোজনা কি নিরন্তর জানকারী কে লিয়ে আহ্বান সাবস্ক্রাইব করে। |
আবেদনের মাধ্যম | কন্যাশ্রী আবেদন পাত্র কে মাধ্যম সে। |
ভূমিকা
- কন্যাশ্রী প্রকল্প যোজনা রাজ্যের মেয়েদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের এক অন্যতম উদ্যোগ।
- এটি হলো শর্তাধীন নগদ অর্থ হস্তান্তর ( সিটিটি ) একটি প্রকল্প।
- এই প্রকল্পটির সূচনা হয়েছিল ১ লা অক্টোবর, ২০১৩ সালে।
- এই প্রকল্পের নোডাল বিভাগ হলো পশ্চিমবঙ্গ সরকারের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ বিভাগ।
- এই প্রকল্প চালু করার পেছনে মূল উদ্দেশ্য হলো মেয়েদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং তাদের শিক্ষাকে সম্পূর্ণ করতে সাহায্য করা।
- এই কন্যাশ্রী প্রকল্প পরিকল্পনার অন্যতম একটি লক্ষ্য হলো পশ্চিমবঙ্গের মেয়েদের উচ্চশিক্ষা লাভ করতে উৎসাহিত করা।
- এই প্রকল্পটি মেয়েদের স্বাক্ষরতার হার বৃদ্ধি ছাড়াও পশ্চিমবঙ্গের মেয়েদের বাল্যবিবাহের সম্ভবনাও কমাতে সক্ষম হয়।
- কন্যাশ্রী প্রকল্প যোজনার লক্ষ্যবস্তু হলো ১৩ থেকে ১৯ বছর বয়সসীমার মধ্যে থাকা মেয়েরা।
- কন্যাশ্রী প্রকল্প যোজনার অধীন , পশ্চিমবঙ্গ সরকার মেয়েদের এই আর্থিক সহায়তা প্রদান করে যাতে তারা তাদের শিক্ষা সম্পূর্ণ করতে পারে।
- কন্যাশ্রী প্রকল্পের অধীন ১৩ থেকে ১৮ বছর বয়সী মেয়েদের প্রতি বছর ১০০০/- টাকা দেওয়া হবে।
- কন্যাশ্রী প্রকল্পের অধীন দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ বা আরো অধ্যয়নরত ছাত্রীদের এককালীন অনুদান ২৫,০০০/- টাকা দেওয়া হবে।
- ১৯ বছরের বেশি বয়সী মেয়েরা এই প্রকল্পের সুবিধা ভোগের যোগ্য নয়।
- আবেদনকারীর (মেয়েটির) পরিবারের বার্ষিক আয় ১,২০,০০০/- টাকার বেশি হওয়া যাবে না।
- একমাত্র আবেদনপত্রের মাধ্যমেই এই কন্যাশ্রী প্রকল্পটি আবেদন করা যাবে।
আর্থিক সহায়তা
- কন্যাশ্রী প্রকল্পের অধীন যোগ্য মেয়েদের এই নিম্নলিখিত আর্থিক সহায়তা দেওয়া হবে :-
- ১৩ থেকে ১৮ বছর বয়সসীমার মধ্যে থাকা অবিবাহিত মেয়েদের বার্ষিক ১০০০/- টাকা হারে আর্থিক সাহায্য দেওয়া হয়।
- দ্বাদশ অথবা ইহার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ ১৮ থেকে ১৯ বছর বয়সসীমার মধ্যে থাকা অবিবাহিত মেয়েদের এককালীন ২৫,০০০/- টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।
যোগ্যতামান
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর বয়স ১৩ থেকে ১৯ এর মধ্যে হতে হবে।
- আবেদনকারীকে অষ্টম শ্রেণী বা তার তদূর্ধ্ব কোনো শ্রেণীতে পাঠরত হতে হবে । ( আবেদনকারীর শারীরিক অক্ষমতা থাকলে সেক্ষেত্রে ছাড় দেওয়া হবে )
- নিম্নলিখিত শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে যে কোনোটিতে আবেদনকারীকে পাঠরতা হতে হবে :-
- সরকার স্বীকৃত প্রচলিত/নিয়মিত বিদ্যালয়।
- মাদ্রাসা বা সমতুল্য মুক্ত বিদ্যালয়।
- কলেজ বা মুক্ত বিশ্ববিদ্যালয়।
- কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র , ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র।
- আবেদনকারীকে অবিবাহিত হতে হবে।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ১,২০,০০০/- টাকার থেকে বেশি হওয়া যাবে না।
- নিম্নলিখিত ক্ষেত্রে পারিবারিক আয়ের পরিমাণের উপর ছাড় দেওয়া হবে :-
- আবেদনকারীর শারীরিক অক্ষমতা ৪০% বা তার বেশি হলে।
- আবেদনকারীর বাবা - মা দুজনেই মারা গিয়ে থাকলে।
- আবেদনকারী কোনো সরকারি কিশোরী আবাসে থাকলে।
প্রয়োজনীয় নথিপত্র
- পাসপোর্ট সাইজের ফটো।
- জন্মের শংসাপত্র।
- পশ্চিমবঙ্গের বাসিন্দার প্রমাণপত্র।
- আধার কার্ড।
- ব্যাংকের যাবতীয় নথি।
- আবেদনকারীর অবিবাহিত অবস্থার ঘোষণাপত্র।
- শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তালিকাভুক্তিকরণের শংসাপত্র।
- অক্ষমতা / প্রতিবন্ধকতার শংসাপত্র । (যদি প্রযোজ্য)
- স্ব - ঘোষিত আয়ের শংসাপত্র।
আবেদন প্রক্রিয়া
- একমাত্র আবেদন পত্রের মাধ্যমেই এই প্রকল্পটি আবেদন করা যাবে।
- পাঠরত শিক্ষা প্রতিষ্ঠানেই আবেদনকারীরা কন্যাশ্রীর এই আবেদন পত্রটি পাবে।
- আবেদন পত্রে উল্লেখিত প্রয়োজনীয় ব্যাক্তিগত বিবরণ পূরণ করতে হবে।
- নিম্নলিখিত প্রয়োজনীয় প্রযোজ্য নথিপত্রগুলি আবেদন পত্রের সাথে যুক্ত করতে হবে :-
- পাসপোর্ট সাইজের ফটো।
- জন্মের শংসাপত্র।
- পশ্চিমবঙ্গের বাসিন্দার প্রমাণপত্র।
- আধার কার্ড।
- ব্যাংকের যাবতীয় নথি।
- আবেদনকারীর অবিবাহিত অবস্থার ঘোষণাপত্র।
- শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তালিকাভুক্তিকরণের শংসাপত্র।
- অক্ষমতা / প্রতিবন্ধকতার শংসাপত্র । (যদি প্রযোজ্য)
- স্ব - ঘোষিত আয়ের শংসাপত্র।
- প্রাপ্ত আবেদনগুলি উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা পুঙ্খানপুঙ্খভাবে যাচাই করা হবে।
- যদি আবেদনপত্রটি গৃহীত হয় তবে আর্থিক সহায়তার টাকার পরিমাণ সরাসরিভাবে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে।
প্রকল্পের বৈশিষ্ট্য
- ১৩ বছর বয়সী মেয়েরা এই বার্ষিক বৃত্তি আবেদনের যোগ্য।
- ১৮ থেকে ১৯ বছর বয়সের মধ্যে যে কোনো সময় যোগ্য মেয়েরা এককালীন অনুদানের জন্য আবেদন করতে পারে।
- প্রতি বছর আবেদনপত্রটির পুনঃ নবীকরণ করতে শিক্ষা প্রতিষ্ঠান দায়বদ্ধ।
- জেলার জেলা ম্যাজিস্ট্রেট হলেন এই কন্যাশ্রী প্রকল্প যোজনার অনুমোদনকারী আধিকারিক।
- আবেদনকারীরা কন্যাশ্রী পোর্টাল এ গিয়ে তাদের কন্যাশ্রী আইডি বা আবেদনপত্রের আইডির মাধ্যমে তাদের নিজেদের আবেদনপত্রের বর্তমান অবস্থা যাচাই করতে পারে।
- ১৬/১১/২০২২ পর্যন্ত কন্যাশ্রী প্রকল্প যোজনার পরিস্থিতি :-
নথিভুক্ত আবেদনপত্র ২,৭৫,২১,৫৮৮ অনুমোদিত আবেদনপত্র ২,৭১,৩৩,৫৮২ অন্যন্য সুবিধেভোগকারী ৭৮,১৪,৪৪৫ নিবন্ধিত প্রতিষ্ঠান ১৮,১৮৩ - আজ অবধি কন্যাশ্রী প্রকল্প বিভিন্ন ক্ষেত্রে নিম্নলিখিত পুরস্কারগুলি অর্জন করেছে :-
- ইউএনপিএসএ (UNIPSA) ২০১৭ সালে প্রথম স্থান অধিকার করেছে।
- আইটিইউ এবং ইউএন উইমেন (ITU and UN Women) দ্বারা সংগঠিত জিইএম টেক (GEM Tech) ২০১৬ সালে ফাইনালিস্ট।
- ইউনাইটেড নেশনস ডাব্লিউএসআইএস (United Nations WSIS) ২০১৬ সালে ই গভর্নমেন্ট বিভাগে
- ডাব্লিউএসআইএস অ্যাকশন লাইন সিসেভেন (WSIS Action Line C7) চ্যাম্পিয়ন।
- সিএসআই নিহিলএন্ট (CSI-Nihilent) পুরস্কার ২০১৪-১৫।
- ই-উইমেন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট (E-Women and Empowerment) বিভাগের অধীনে উন্নয়নের জন্য ডিজিটাল অন্তর্ভুক্তিকরণ করায় ২০১৪ সালে মন্থন (Manthan) পুরস্কার লাভ করে।
- কার্যকরী পরিচালনার জন্য ২০১৫ সালে স্কোচ অ্যাওয়ার্ড এবং অর্ডার অফ মেরিট (Skoch Award and Order of Merit) পুরস্কার লাভ করে।
- মেয়েদের ক্ষমতায়নের জন্য ২০১৪ সালে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী (West Bengal Chief Ministers) পুরস্কার লাভ করে।
- ভারত সরকারের প্রশাসনিক সংস্কার (Administrative Reforms) এবং জন অভিযোগ (Public Grievances) বিভাগ দ্বারা ২০১৪-১৫ সালে ন্যাশনাল ই - গভর্ননন্স (National E-Governance) পুরস্কার লাভ করে।
- আবেদনকারীরা এসএমএস এর মাধ্যমে তাদের নিজেদের কন্যাশ্রী প্রকল্পের অভিযোগ জমা দিতে পারে :-
- আবেদনকারীরা এসএমএস এর মাধ্যমে তাদের নিজেদের কন্যাশ্রী প্রকল্পের আবেদনপত্রটির অবস্থা জানতে পারে :-
কন্যাশ্রী প্রকল্পের আধিকারিক নোডাল অফিসারের যোগাযোগ নম্বর
রাজ্যস্তরে নোডাল অফিসারের বিস্তারিত যোগাযোগের বিবরণ | ||
---|---|---|
যোগাযোগ নম্বর :- ৮৯৭২০০৩০৬০,৯৪৩০৮০৯৪৪০ ইমেল আইডি :- spm.kanyashree@gmail.com, dpm.kanyashree@gmail.com |
||
জেলাস্তরে নোডাল অফিসারের বিস্তারিত যোগাযোগের বিবরণ | ||
জেলা | যোগাযোগ নম্বর | ইমেল আইডি |
আলিপুরদুয়ার |
|
dpmu.alipurduar@gmail.com |
বাঁকুড়া |
|
kanyasreebnk@gmail.com |
বীরভূম |
|
birbhum.dpmu@gmail.com |
কোচবিহার |
|
kanyashreecbr@gmail.com |
দক্ষিণ দিনাজপুর |
|
kanyashree.dpmu.dd@gmail.com |
দার্জিলিং |
|
kanyashree.darj@gmail.com |
হুগলি |
|
kanyashreehooghly@gmail.com |
হাওড়া |
|
kanyashreeprakalpa.howrah@gmail.com dswhowrah@gmail.com |
জলপাইগুড়ি |
|
kanyashree.jpg2014@gmail.com |
ঝাড়গ্রাম |
|
jhargram.kanyashree@gmail.com |
কলকাতা |
|
dpmukol2014@gmail.com |
কালিম্পং |
|
kanyashreekpg@gmail.com |
মালদা |
|
malda.kanya@gmail.com |
মুর্শিদাবাদ |
|
kanyashreemurshidabad@gmail.com |
নাদিয়া |
|
kanyashreenadia@gmail.com |
উত্তর ২৪ পরগনা |
|
dpmu.n24g@gmail.com |
পশ্চিম মেদিনীপুর |
|
pmkanyashree@gmail.com |
পশ্চিম বর্ধমান |
|
dpmupaschimbdn@gmail.com |
পূর্ব বর্ধমান |
|
dpmubwn@gmail.com |
পূর্ব মেদিনীপুর |
|
kanya-purba-wb@gov.in |
পুরুলিয়া |
|
kanyashreepurulia@gmaail.com |
শিলিগুড়ি |
|
siligurikanyashree@gmail.com |
দক্ষিণ ২৪ পরগনা |
|
dswos24@gmail.com |
উত্তর দিনাজপুর |
|
kanyashree.ud@gmail.com |
গুরুত্বপূর্ণ লিঙ্ক
- পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্প পোর্টাল।
- পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্প লগ ইন।
- পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্প আবেদনের অবস্থা।
- পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্প অভিযোগ তালিকাভুক্তকরণ।
- পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্প তালিকাভুক্তকরণ করা অভিযোগের অবস্থা।
- পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্প নোডাল আধিকারিকদের যোগাযোগের বিবরণ।
- পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্প মোবাইল অ্যাপ।
- পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্পের নির্দেশিকা।
- পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নগুলি।
- পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্প মোবাইল অ্যাপ ব্যবহারের নির্দেশিকা।
বিস্তারিত যোগাযোগের বিবরণ / নম্বর
- পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্প পরিকল্পনার হেল্পলাইন নম্বর :-
- ০৩৩-২৩৩৭৩৮৪৬.
- ০৯০০৭৪৬২০৮৮.
- পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্প পরিকল্পনার অভিযোগ নম্বর :- ০৯০০২৪৮১৮৭৪
- পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্প পরিকল্পনার হেল্পলাইন ইমেল :- support.kanyashree@nic.in.
- পশ্চিমবঙ্গ মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ এবং সমাজকল্যাণ দপ্তরের হেল্পলাইন নম্বর :-
- ০৩৩-২৩৩৪১৫৬৩.
- ০৩৩-২৩৩৭১৭৯৭.
- পশ্চিমবঙ্গ মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ এবং সমাজকল্যাণ দপ্তরের হেল্পলাইন ইমেল :- secy.wcdsw@gmail.com.
- মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার,
বিকাশ ভবন, ১০ তলা, ডিএফ ব্লক,
সেক্টর ১, সল্টলেক সিটি,
কলকাতা, পশ্চিমবঙ্গ - ৭০০০৯১.
Also see
Scheme Forum
জাত | ব্যক্তির প্রকার | প্রকল্পের ধরন | সরকার |
---|---|---|---|
সেক্টরের জন্য ম্যাচিং প্রকল্প: শিক্ষা
Sno | CM | Scheme | সরকার |
---|---|---|---|
1 | পশ্চিমবঙ্গ স্বামী বিবেকানন্দ বৃত্তি প্রকল্প | পশ্চিমবঙ্গ | |
2 | পশ্চিমবঙ্গের সবুজ সাথী যোজনা | পশ্চিমবঙ্গ | |
3 | পশ্চিমবঙ্গ আইক্যশ্রী স্কিম | পশ্চিমবঙ্গ | |
4 | পশ্চিমবঙ্গ শিক্ষাশ্রী প্রকল্প | পশ্চিমবঙ্গ | |
5 | পশ্চিমবঙ্গ তরুণের স্বপ্ন প্রকল | পশ্চিমবঙ্গ |
সেক্টরের জন্য ম্যাচিং প্রকল্প: শিক্ষা
Subscribe to Our Scheme
×
Stay updated with the latest information about পশ্চিমবঙ্গ কন্যাশ্রী যোজনা
Comments
কন্যাশ্রী যোজনার নবায়ন…
কন্যাশ্রী যোজনার নবায়ন প্রক্রিয়া কী?
is there is a need of every…
is there is a need of every year renewal in kanyashree prakalpa scheme??
how can i get direct one…
how can i get direct one time assistance
how to change account number…
how to change account number in kanyashree prakalap scheme
i want help regarding…
i want help regarding kanyashree. but no one picking up the phone. i am living in a remote area and i am not able to go to district office. what do i do?
its been 2 years since i…
its been 2 years since i applied for kanyshree prakalpa but till date no money credite
Kanyshree
আমি k1 and k2 টাকা পাইনি 18 বছর বয়স হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত আমার ব্যাংকে টাকা আসেনি। আমি এই ব্যাপারটা স্কুল কর্তৃপক্ষকে জানাই ওনারা SDO অফিসে পাঠিয়েছিলেন SDO অফিস যেতে ওনারা একটা স্ট্যাটাস বার করে দিয়েছেন ওখানে আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা ভুল ছিল। তাই বারবার টাকাটা ক্যান্সেল হয়ে গেছে। উনি যে স্ট্যাটাসটা দিয়েছিলেন সেই স্ট্যাটাসটা নিয়ে স্কুলে জমা দেওয়া হয়েছে ম্যাম অ্যাকাউন্ট নাম্বার ঠিক করে দিয়েছেন কিন্তু তারপরেও আমার ব্যাংকে এখনো পর্যন্ত টাকা এসে পৌঁছায়নি। আপনাদের কাছে পুনর আবেদন যে আপনারা প্লিজ আমার ব্যাংকে টাকাটা জমা করে দিন। আমি আমার কন্যাশ্রী আইডিটা দিচ্ছি
19183600903200000xxx আপনাদের কাছে পুনর আবেদন আপনি টাকাটা আমার এই আইডি দিয়ে দেখে অ্যাকাউন্ট নাম্বারে সেন্ড করে দিন প্লিজ।
kanyashree application status
kanyashree application status
Sir kanyashree amount not…
Sir kanyashree amount not come
sir kanyashree amount not…
sir kanyashree amount not come sir. please help
Kanyashree
Payment not come to my account
নতুন কমেন্ট যুক্ত করুন