প্রধানমন্ত্রী বিকাশ ভারত রোজগার যোজনা

author
জমাদানকারী shahrukh চালু Fri, 29/08/2025 - 17:07
কেন্দ্র সরকার CM
Scheme Open
 PM Viksit Bharat Rozgar Yojana Image
Youtube Video
হাইলাইট
  • প্রথম বারের জন্য কর্মচারীদের আর্থিক সহায়তা।
  • নিয়োগকারীদের জন্য নতুন চাকরির সৃষ্টির জন্য আর্থিক সহায়তা ।

প্রকল্পের সারাংশ

প্রকল্পের নামপ্রধানমন্ত্রী বিকাশ ভারত রোজগার যোজনা।
প্রবর্তন বছর০১-০৮-২০২৫
সুবিধা

কর্মচারী ও নিয়োগকর্তা উভয়ের জন্য আর্থিক উৎসাহ।

 

সুবিধাভোগীপ্রথমবারের কর্মচারী এবং নিয়োগকারীরা।
নোডাল বিভাগ।শ্ৰম এবং নিয়োগ মন্ত্ৰালয়।
সাবস্ক্রিপশন

প্রকল্পের বিষয়ে তথ্য জানার জন্য এখানে সাবস্ক্রাইব করুন।

 

আবেদনের প্রক্রিয়াআবেদনের পত্রের মাধ্যমে।

প্রকল্পের ভূমিকাঃ এক সংক্ষিপ্ত বিবরণ

  • বিত্ত মন্ত্ৰী শ্ৰীমতী নিৰ্মলা সীতারমন ২০২৪-২০২৫ এর কেন্দ্ৰীয় বাজেটে প্রথমবারের কর্মচারী এবং নিয়োগকারীরা জন্য নিয়োগ সংযুক্ত কর্মসংস্থান সংযুক্ত প্রণোদনা প্রকল্প (ইএলআই প্রকল্প) ঘোষণা করেছেন ।
  • এইটি প্রধানমন্ত্রীর ৫ টা প্রকল্পের পেকেজের এটা অংশ, যেখানে রয়েছে “প্ৰধানমন্ত্ৰী ইণ্টাৰ্নশ্বিপ স্কিম”, যার শীর্ষে ৫০০টা কোম্পানীত ইণ্টাৰ্নশ্বিপ প্ৰদান করা হয়েছে।
  • কেন্দ্ৰীয় সরকারে প্ৰধানমন্ত্ৰী শ্ৰী নরেন্দ্র মোদির নেতৃত্ব ০১-০৭-২০২৫ তারিখে ইএলআই (ELI) প্রকল্প প্রকাশ করার জন্য অনুমোদন জনাইছে।
  • এখন ইএলআই (ELI) প্রকল্পের নাম বদলে রাখা হয়েছে “প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা” (PMVBRY)
  • এই প্রকল্পের উদ্দেশ্য হল :-
    • নিয়োগকৰ্তাদের নতুন কর্মসংস্থান সৃষ্টি করার জন্য উৎসাহিত প্ৰদান করা।
    • প্ৰথমবারের জন্য কর্মচারীদের আৰ্থিক সাহায্য প্ৰদান করা।
  • শ্ৰম এবং নিয়োগ মন্ত্ৰালযের এই কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (EPFO) সহযোগিতায় এই প্রকল্পটি বাস্তবায়ন করবেন।
  • পিএমভিবিআরওয়াই (PMVBRY) দুটা অংশ আছে :-
    • অংশ A :- প্ৰথম বারের জন্য কর্মচারিদের আৰ্থিক সাহায্য।
    • কর্মচা রী :- ভবিষ্যনিধি সংস্থা নিয়োগকারীদের সহায় করা।
  • ১ মাসের বেতন ১ লাখ টাকা থেকে কম লাভ করা প্রথমবারের কর্মচারীরা  ১ মাসের বেতন অথবা সৰ্বাধিক ১৫,০০০ টাকা পর্যন্ত আৰ্থিক সাহায্য লাভ করবেন।
  • নিয়োগকারীদের অতিৰিক্ত কর্মসংস্থান সৃষ্টির জন্য প্ৰতিমাসে এটা উৎসাহ লাভ করবেন :-
    • বেতন ১০,০০০ টাকা/ মাস - বেতনের ১০% অথবা সৰ্বাধিক ১,০০০ টাকা/ মাস
    • বেতন ১০,০০১ টাকার থেকে ২০,০০০ টাকা/ মাস - ২,০০০ টাকা/ মাস
    • বেতনের ২০,০০১ টাকার থেকে ১,০০,০০০ টাকা/ মাস - ৩,০০০ টাকা/ মাস
  • কর্মচারী সকলদের প্ৰদান করা সাহায্য তাদের আধার সংযুক্ত বেংক একাউন্টে প্ৰদান করা হবে।
  • কর্মচারিদের তাদের PAN কাৰ্ড সংযুক্ত বেংক একাউন্টে সাহায্য প্ৰদান করা হবে।
  • প্রধানমন্ত্রী বিকাশ ভারত রোজগার প্রকল্পের মাধ্যমে ১.৯২ কোটিরও বেশি প্রথমবারের কর্মচারী এবং ২.৬০ কোটিরও বেশি নিয়োগকর্তা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
  • প্ৰধানমন্ত্ৰী বিকাশ ভারত রোজগার প্রকল্প ১ আগষ্ট ২০২৫ থেকে  ৩১ জুলাই ২০২৭ ভিতরে সৃষ্টি চাকরির জন্য প্ৰযোজ্য হবে।
  • পিএমভিবিআরওয়াই (PMVBRY) র সুবিধাসমূহ ১-০৮-২০২৫ তারিখ থেকে বা তার পর থেকে নিয়োগের ক্ষেত্রে প্ৰযোজ্য হবে।

কর্মচারিদের জন্য সুবিধাসমূহ

  • এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকারে স্কিমের সুবিধাগুলো নতুন কর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তা প্রদান করে থাকে।
  • দুটা পৰ্যায়ত এক মাহৰ ইপিএফ (EPF) মাস বা ১৫,০০০ টাকা প্রণোদনা দেওয়া হবে।
  • কর্মচারীজনে ৬ মাস আবিরত সেবা সম্পূর্ণ করার পর প্রথম বেতন পরিশোধ করা হবে।
  • দ্বিতীয় কিস্তি ১২ মাসের কর্মজীবনের সেবা এবং আর্থিক সাক্ষরতা কোর্স সফলভাবে শেষ  করার পর প্রদান করা হবে।
  • এই সুবিধা কেবলমাত্র তখন তেতিয়াহে প্ৰযোজ্য হবে যখন কর্মচারীরা মাসের বেতন ১,০০,০০০ টাকা থেকে কম হবে।

নিয়োগকারীদের জন্য প্রকল্পের সুবিধাসমূহ

  • কেন্দ্ৰীয় সরকারে নিয়োগকৰ্তাসকলক নতুন নিয়েগকারীদের সুযোগ সৃষ্টির জন্য আর্থিক পুরস্কার প্ৰদান করে।
  • নিয়োগকৰ্তাসকলক কর্মচারীরা বেতনের উপর ভিত্তি করে প্ৰতিমাহে ১,০০০/- টাকা থেকে ৩,০০০/- টাকা পর্যন্ত প্ৰণোদনা লাভ করতে পারে।
  • উৎপাদন উদ্যোগের কর্মচারী সকল ৪ বছর পর্যন্ত প্ৰণোদনার সুবিধা লাভ করতে পারবে।
  • অন্য সকল ক্ষেত্ৰর নিয়োগকৰ্তাসকলে ২ দুই বছর সময়সীমা পর্যন্ত এই সুবিধা লাভ করতে পারে।
  • কৰ্মচারীর ইপিএফ এর (EPF) বেতনের উপর ভিত্তি করে পরিমাণ নির্ধারণ করা হয়, যেগুলো নিচে  উল্লেখ করা হয়েছে :-
    • যেসকল কর্মচারী মাসে ১০,০০০/- টাকা পর্যন্ত উপাৰ্জন - বেতনের ১০% বা মাহে ১,০০০/- টাকা প্ৰণোদনা প্ৰদান করা হবে।
    • ১০,০০১ টাকা থেকে ২০,০০০ টাকা/মাস মধ্য বেতনের জন্য - ২,০০০ টাকা/ মাস স্তির উৎসাহ ।
    • ২০,০০১ টাকা থেকে ১,০০,০০০ টাকা/ মাস মধ্য বেতনের জন্য - ২,০০০ টাকা/ মাস স্তির উৎসাহ ।

কর্মচারী সকলদের জন্য যোগ্যতার প্ৰয়োজনীয়তা

  • এই প্রকল্পের সুবিধা কেবল প্ৰথমবারের মতো সরকারি চাকরিতে যুক্ত ,তারা এই সুবিধা লাভ করতে পারবেন ।
  • কৰ্মচারী সকলে কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (EPFO) এর সাথে যুক্ত হতে হবে।
  • প্রথম বারের কর্মচারীদের মাসে বেতন ১,০০,০০০/-  টাকা থেকে কম হতে লাগবে।
  • নিয়োগকৰ্তার সাথে কর্মচারী জনকে কমেও ছয় মাস কাজ করতে হবে।

নিয়োগকৰ্তার জন্য যোগ্যতার প্ৰয়োজনীয়তা

  • প্ৰধানমন্ত্ৰী বিকাশ ভারত রোজগার প্রকল্পের সুবিধা গুলো উদ্যোগের নিয়োগকৰ্তার জন্য খোলা।
  • ৫০ জন থেকে কম কৰ্মচারী প্ৰতিষ্ঠানসমূহে থাকা প্ৰতি বছরে অতি কমেও ২ জন নতুন কৰ্মচাৰরী নিযুক্ত করতে লাগবে।
  • ৫০ জন থেকে অধিক লোক নিযুক্তি করা প্ৰতিষ্ঠানসমূহে প্ৰতি বছরে ন্যূনতম ৫ জন নতুন কৰ্মচারী নিযুক্ত করতে লাগবে।
  • নতুন করে নিযুক্তি লাভ করা কৰ্মচারী সকলে কমপক্ষেও ছয় মাস কাজ করতে হবে।
  • নতুন করে নিযুক্তি লাভ করা কৰ্মচারী মাসিক বেতন  ১,০০,০০০ /- টাকা থেকে অধিক হতে পারবে না ।

কৰ্মচারীদের জন্য প্ৰয়োজনীয় নথিপত্ৰ

  • কর্মচারীর আধার কার্ডের পরিচয় পত্র।
  • বেংক একাউণ্ট নম্বর আধার কার্ডের  সঙ্গে সংযুক্ত হতে হবে।
  • কৰ্মচারীর পেন (PAN) নম্বর।
  • ইপিএফঅ' (EPFO) প্ৰদান করা সর্বজনীন একাউণ্ট নম্বর। (ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর)
  • নিযুক্তি পত্ৰ বা যোগদান নিশ্চিতকরণ।
  • চালু মবাইল যোগাযোগ নম্বর।
  • যোগাযোগের জন্য ব্যক্তিগত ই-মেইল আইডি।
  • পাছপোৰ্ট আকারের ফটো।

নিয়োগকৰ্তাআর জন্য প্ৰয়োজনীয় নথিপত্ৰ

  • ব্যবসায়িক সত্তার বৈধ GST বা CIN নম্বর।
  • সংস্থার স্থায়ী একাউণ্ট নম্বর (PAN)।
  • সক্ৰিয় বেংক একাউণ্ট বিবরণ।
  • ট্যাক্স ডিডাকশন অ্যান্ড কালেকশন অ্যাকাউন্ট নম্বর (TAN)।
  • ইচিআর (ECR) রিপোর্ট।

কৰ্মচারীর জন্য আবেদন করার পদক্ষে

  • যখন কোনো ব্যক্তি প্ৰথমবারের জন্য বাবে চাকরিতে যোগদান করবে, তখন ইপিএফঅ' (EPFO) তাকে ইউএএন (UAN) (ইউনিভাৰ্ছেল একাউণ্ট নম্বর) প্ৰদান করেন।
  • এককালীন মুজুরির সুবিধা বা ১৫,০০০/- টকার সৰ্বাধিক প্ৰণোদনা লাভ করার জন্য  যোগ্য হতে, কৰ্মচারীজন ইউএএন (UAN) সক্ৰিয় হওয়া নিশ্চিত হতে হবে।
  • কৰ্মচারীজন এই প্রকল্পের জন্য যোগ্য হওয়ার জন্য বেংক একাউণ্ট সাথে আধার কাৰ্ড সৈতে সংযুক্ত থাকতে হবে।
  • কেবল প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা/ ইপিএফও (EPFO)আওতায় যে সমস্ত সংস্থা ইতিমধ্যেই নিবন্ধিত রয়েছে, কেবল তারাই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।
  • প্রথম বারের কৰ্মচারীসকলকে ইপিএফও (EPFO) পঞ্জীয়ন করা এবং ইউএএন (UAN) সৃষ্টি করার প্ৰক্ৰিয়া শুরু করার জন্য দায়বদ্ধ।
  • প্রথমবার রেজিষ্ট্রেশন হওয়ার পর শ্ৰমিকসকল নিজস্ব ভাবে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা অধীনে সুবিধা লাভ করবেন।
  • এই আঁচনির অধীনে আৰ্থিক সুবিধা দুটি পৃথক পৰ্যায়ে প্ৰদান করা হবে।
  • কৰ্মচারিরা ৬ মাস অবিরত সেবা সম্পূৰ্ণ করার পর প্ৰথম কিস্তির টাকা প্রদান করা হবে।
  • দ্বিতীয় কিস্তি ১২ মাসের চাকরি এবং বিত্তীয় সাক্ষরতা পাঠ্যক্ৰমের পর প্ৰদান করা হবে।
  • কর্মচারীরা তাদের ১২ মাসের মেয়াদ শেষ হওয়ার আগে এই আর্থিক সাক্ষরতা কোর্সটি সম্পন্ন করতে হবে।
  • এই পাঠ্যক্ৰম শুরু করতে কর্মচারিদের  ইউএএন (UAN) পঞ্জীভুক্ত মবাইল নম্বর ব্যবহার করে ইপিএফঅ (EPFO) পৰ্টেলে প্ৰবেশ লাগবে।
  • লগইন করার পর 'আমার ড্যাশবোর্ড'-এ যান এবং 'লার্নিং সেকশন'- এ ক্লিক করুন।
  • ইএলআই সদস্যদের জন্য আর্থিক স্বাক্ষরতা বিকল্পটো নিৰ্বাচিত করুন এবং নামভৰ্তি সম্পূৰ্ণ করুন।
  • এই পাঠ্যক্ৰম প্লেটফর্মে উপলব্ধ সকল শৈক্ষিক মডিউল দেখা হয়।
  • কোর্সটি সফলভাবে শেষ করার পর অনলাইনে কোর্সটি সম্পন্ন করার সার্টিফিকেট জারি করা হবে।
  • এই প্ৰমাণপত্ৰ লাভ করার পর কৰ্মচারীরা প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা অধীনে দ্বিতীয় কিস্তির জন্য যোগ্যতা অৰ্জন করতে পারবেন।

নিয়োগকৰ্তার জন্য আবেদন করার পদক্ষেপ

  • ইচ্ছুক নিয়োগকৰ্তাসকলে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা অধীনে মাসের সুবিধা লাভ করার জন্য পঞ্জীয়ন করার প্ৰয়োজন নাই।
  • কিন্তু পেন (PAN), জিএছটিআইএন (GSTIN), পেন (PAN) লিংক আদির ইচিআৰ (ECR) ফাইলিং সময়মতে বিষয়টি নিশ্চিত করা বাধ্যতামূলক।
  • প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা অফিসিয়াল পৰ্টেল লাইভ রয়েছে যেখান থেকে এই প্রকল্পের সঙ্গে জড়িত সকল তথ্য লাভ করতে পারবেন।
  • ইপিএফও (EPFO) ওয়েবসাইট পিএমভিবিআরওয়াই (PMVBRY) সুবিধা লাভ করতে তলত দেওয়া তথ্যসমূহ পূরণ করার গুরুত্বপূৰ্ণ :-
    • কোম্পানী/ সংস্থাৰ নাম
    • পেন নম্বর
    • TAN নম্বর
    • GST পরিচয় নম্বর
    • বেংকর নাম অন্য শাখায়
    • আই এফ এছ চি (IFSC) কোড
    • একাউণ্ট নম্বর
  • নিয়োগকৰ্তাসকলে ১ আগষ্ট ২০২৫ বা তার পর নিযুক্তি লাভ করা নতুন কৰ্মচারির তথ্য প্ৰদান করতে হবে।
  • ইসিআর (ECR) সময়মত জমা দেওয়া জরুরী, যাতে প্রতিষ্ঠানটি সুবিধার জন্য যোগ্য হতে পারে।
  • প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা অধীনে আওতায় পান-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি সাহায্য প্রদান করা হবে।

সংযুক্ত লিংকসমূহ

যোগাযোগের তথ্য

Do you have any question regarding schemes, submit it in scheme forum and get answers:

Feel free to click on the link and join the discussion!

This forum is a great place to:

  • Ask questions: If you have any questions or need clarification on any aspect of the topic.
  • Share your insights: Contribute your own knowledge and experiences.
  • Connect with others: Engage with the community and learn from others.

I encourage you to actively participate in the forum and make the most of this valuable resource.

Comments

Class 11th arts

Your Name
Gaurav
মন্তব্য

I am poor

15000

Your Name
Ranjan chakraborty
মন্তব্য

Good

Job

Your Name
Md sarfaraz
মন্তব্য

I m from West Bengal Kolkata 12 pass I'm jobless

নতুন কমেন্ট যুক্ত করুন

Plain text

  • সকল HTML ট্যাগ নিষিদ্ধ।
  • লাইন এবং প্যারা বিরতি স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হয়।