
Youtube Video
হাইলাইট
- প্রথম বারের জন্য কর্মচারীদের আর্থিক সহায়তা।
- নিয়োগকারীদের জন্য নতুন চাকরির সৃষ্টির জন্য আর্থিক সহায়তা ।
Customer Care
তথ্য প্রচারপত্র
প্রকল্পের সারাংশ | |
---|---|
প্রকল্পের নাম | প্রধানমন্ত্রী বিকাশ ভারত রোজগার যোজনা। |
প্রবর্তন বছর | ০১-০৮-২০২৫ |
সুবিধা | কর্মচারী ও নিয়োগকর্তা উভয়ের জন্য আর্থিক উৎসাহ।
|
সুবিধাভোগী | প্রথমবারের কর্মচারী এবং নিয়োগকারীরা। |
নোডাল বিভাগ। | শ্ৰম এবং নিয়োগ মন্ত্ৰালয়। |
সাবস্ক্রিপশন | প্রকল্পের বিষয়ে তথ্য জানার জন্য এখানে সাবস্ক্রাইব করুন।
|
আবেদনের প্রক্রিয়া | আবেদনের পত্রের মাধ্যমে। |
প্রকল্পের ভূমিকাঃ এক সংক্ষিপ্ত বিবরণ
- বিত্ত মন্ত্ৰী শ্ৰীমতী নিৰ্মলা সীতারমন ২০২৪-২০২৫ এর কেন্দ্ৰীয় বাজেটে প্রথমবারের কর্মচারী এবং নিয়োগকারীরা জন্য নিয়োগ সংযুক্ত কর্মসংস্থান সংযুক্ত প্রণোদনা প্রকল্প (ইএলআই প্রকল্প) ঘোষণা করেছেন ।
- এইটি প্রধানমন্ত্রীর ৫ টা প্রকল্পের পেকেজের এটা অংশ, যেখানে রয়েছে “প্ৰধানমন্ত্ৰী ইণ্টাৰ্নশ্বিপ স্কিম”, যার শীর্ষে ৫০০টা কোম্পানীত ইণ্টাৰ্নশ্বিপ প্ৰদান করা হয়েছে।
- কেন্দ্ৰীয় সরকারে প্ৰধানমন্ত্ৰী শ্ৰী নরেন্দ্র মোদির নেতৃত্ব ০১-০৭-২০২৫ তারিখে ইএলআই (ELI) প্রকল্প প্রকাশ করার জন্য অনুমোদন জনাইছে।
- এখন ইএলআই (ELI) প্রকল্পের নাম বদলে রাখা হয়েছে “প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা” (PMVBRY)
- এই প্রকল্পের উদ্দেশ্য হল :-
- নিয়োগকৰ্তাদের নতুন কর্মসংস্থান সৃষ্টি করার জন্য উৎসাহিত প্ৰদান করা।
- প্ৰথমবারের জন্য কর্মচারীদের আৰ্থিক সাহায্য প্ৰদান করা।
- শ্ৰম এবং নিয়োগ মন্ত্ৰালযের এই কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (EPFO) সহযোগিতায় এই প্রকল্পটি বাস্তবায়ন করবেন।
- পিএমভিবিআরওয়াই (PMVBRY) দুটা অংশ আছে :-
- অংশ A :- প্ৰথম বারের জন্য কর্মচারিদের আৰ্থিক সাহায্য।
- কর্মচা রী :- ভবিষ্যনিধি সংস্থা নিয়োগকারীদের সহায় করা।
- ১ মাসের বেতন ১ লাখ টাকা থেকে কম লাভ করা প্রথমবারের কর্মচারীরা ১ মাসের বেতন অথবা সৰ্বাধিক ১৫,০০০ টাকা পর্যন্ত আৰ্থিক সাহায্য লাভ করবেন।
- নিয়োগকারীদের অতিৰিক্ত কর্মসংস্থান সৃষ্টির জন্য প্ৰতিমাসে এটা উৎসাহ লাভ করবেন :-
- বেতন ১০,০০০ টাকা/ মাস - বেতনের ১০% অথবা সৰ্বাধিক ১,০০০ টাকা/ মাস
- বেতন ১০,০০১ টাকার থেকে ২০,০০০ টাকা/ মাস - ২,০০০ টাকা/ মাস
- বেতনের ২০,০০১ টাকার থেকে ১,০০,০০০ টাকা/ মাস - ৩,০০০ টাকা/ মাস
- কর্মচারী সকলদের প্ৰদান করা সাহায্য তাদের আধার সংযুক্ত বেংক একাউন্টে প্ৰদান করা হবে।
- কর্মচারিদের তাদের PAN কাৰ্ড সংযুক্ত বেংক একাউন্টে সাহায্য প্ৰদান করা হবে।
- প্রধানমন্ত্রী বিকাশ ভারত রোজগার প্রকল্পের মাধ্যমে ১.৯২ কোটিরও বেশি প্রথমবারের কর্মচারী এবং ২.৬০ কোটিরও বেশি নিয়োগকর্তা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
- প্ৰধানমন্ত্ৰী বিকাশ ভারত রোজগার প্রকল্প ১ আগষ্ট ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৭ ভিতরে সৃষ্টি চাকরির জন্য প্ৰযোজ্য হবে।
- পিএমভিবিআরওয়াই (PMVBRY) র সুবিধাসমূহ ১-০৮-২০২৫ তারিখ থেকে বা তার পর থেকে নিয়োগের ক্ষেত্রে প্ৰযোজ্য হবে।
কর্মচারিদের জন্য সুবিধাসমূহ
- এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকারে স্কিমের সুবিধাগুলো নতুন কর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তা প্রদান করে থাকে।
- দুটা পৰ্যায়ত এক মাহৰ ইপিএফ (EPF) মাস বা ১৫,০০০ টাকা প্রণোদনা দেওয়া হবে।
- কর্মচারীজনে ৬ মাস আবিরত সেবা সম্পূর্ণ করার পর প্রথম বেতন পরিশোধ করা হবে।
- দ্বিতীয় কিস্তি ১২ মাসের কর্মজীবনের সেবা এবং আর্থিক সাক্ষরতা কোর্স সফলভাবে শেষ করার পর প্রদান করা হবে।
- এই সুবিধা কেবলমাত্র তখন তেতিয়াহে প্ৰযোজ্য হবে যখন কর্মচারীরা মাসের বেতন ১,০০,০০০ টাকা থেকে কম হবে।
নিয়োগকারীদের জন্য প্রকল্পের সুবিধাসমূহ
- কেন্দ্ৰীয় সরকারে নিয়োগকৰ্তাসকলক নতুন নিয়েগকারীদের সুযোগ সৃষ্টির জন্য আর্থিক পুরস্কার প্ৰদান করে।
- নিয়োগকৰ্তাসকলক কর্মচারীরা বেতনের উপর ভিত্তি করে প্ৰতিমাহে ১,০০০/- টাকা থেকে ৩,০০০/- টাকা পর্যন্ত প্ৰণোদনা লাভ করতে পারে।
- উৎপাদন উদ্যোগের কর্মচারী সকল ৪ বছর পর্যন্ত প্ৰণোদনার সুবিধা লাভ করতে পারবে।
- অন্য সকল ক্ষেত্ৰর নিয়োগকৰ্তাসকলে ২ দুই বছর সময়সীমা পর্যন্ত এই সুবিধা লাভ করতে পারে।
- কৰ্মচারীর ইপিএফ এর (EPF) বেতনের উপর ভিত্তি করে পরিমাণ নির্ধারণ করা হয়, যেগুলো নিচে উল্লেখ করা হয়েছে :-
- যেসকল কর্মচারী মাসে ১০,০০০/- টাকা পর্যন্ত উপাৰ্জন - বেতনের ১০% বা মাহে ১,০০০/- টাকা প্ৰণোদনা প্ৰদান করা হবে।
- ১০,০০১ টাকা থেকে ২০,০০০ টাকা/মাস মধ্য বেতনের জন্য - ২,০০০ টাকা/ মাস স্তির উৎসাহ ।
- ২০,০০১ টাকা থেকে ১,০০,০০০ টাকা/ মাস মধ্য বেতনের জন্য - ২,০০০ টাকা/ মাস স্তির উৎসাহ ।
কর্মচারী সকলদের জন্য যোগ্যতার প্ৰয়োজনীয়তা
- এই প্রকল্পের সুবিধা কেবল প্ৰথমবারের মতো সরকারি চাকরিতে যুক্ত ,তারা এই সুবিধা লাভ করতে পারবেন ।
- কৰ্মচারী সকলে কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (EPFO) এর সাথে যুক্ত হতে হবে।
- প্রথম বারের কর্মচারীদের মাসে বেতন ১,০০,০০০/- টাকা থেকে কম হতে লাগবে।
- নিয়োগকৰ্তার সাথে কর্মচারী জনকে কমেও ছয় মাস কাজ করতে হবে।
নিয়োগকৰ্তার জন্য যোগ্যতার প্ৰয়োজনীয়তা
- প্ৰধানমন্ত্ৰী বিকাশ ভারত রোজগার প্রকল্পের সুবিধা গুলো উদ্যোগের নিয়োগকৰ্তার জন্য খোলা।
- ৫০ জন থেকে কম কৰ্মচারী প্ৰতিষ্ঠানসমূহে থাকা প্ৰতি বছরে অতি কমেও ২ জন নতুন কৰ্মচাৰরী নিযুক্ত করতে লাগবে।
- ৫০ জন থেকে অধিক লোক নিযুক্তি করা প্ৰতিষ্ঠানসমূহে প্ৰতি বছরে ন্যূনতম ৫ জন নতুন কৰ্মচারী নিযুক্ত করতে লাগবে।
- নতুন করে নিযুক্তি লাভ করা কৰ্মচারী সকলে কমপক্ষেও ছয় মাস কাজ করতে হবে।
- নতুন করে নিযুক্তি লাভ করা কৰ্মচারী মাসিক বেতন ১,০০,০০০ /- টাকা থেকে অধিক হতে পারবে না ।
কৰ্মচারীদের জন্য প্ৰয়োজনীয় নথিপত্ৰ
- কর্মচারীর আধার কার্ডের পরিচয় পত্র।
- বেংক একাউণ্ট নম্বর আধার কার্ডের সঙ্গে সংযুক্ত হতে হবে।
- কৰ্মচারীর পেন (PAN) নম্বর।
- ইপিএফঅ' (EPFO) প্ৰদান করা সর্বজনীন একাউণ্ট নম্বর। (ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর)
- নিযুক্তি পত্ৰ বা যোগদান নিশ্চিতকরণ।
- চালু মবাইল যোগাযোগ নম্বর।
- যোগাযোগের জন্য ব্যক্তিগত ই-মেইল আইডি।
- পাছপোৰ্ট আকারের ফটো।
নিয়োগকৰ্তাআর জন্য প্ৰয়োজনীয় নথিপত্ৰ
- ব্যবসায়িক সত্তার বৈধ GST বা CIN নম্বর।
- সংস্থার স্থায়ী একাউণ্ট নম্বর (PAN)।
- সক্ৰিয় বেংক একাউণ্ট বিবরণ।
- ট্যাক্স ডিডাকশন অ্যান্ড কালেকশন অ্যাকাউন্ট নম্বর (TAN)।
- ইচিআর (ECR) রিপোর্ট।
কৰ্মচারীর জন্য আবেদন করার পদক্ষে
- যখন কোনো ব্যক্তি প্ৰথমবারের জন্য বাবে চাকরিতে যোগদান করবে, তখন ইপিএফঅ' (EPFO) তাকে ইউএএন (UAN) (ইউনিভাৰ্ছেল একাউণ্ট নম্বর) প্ৰদান করেন।
- এককালীন মুজুরির সুবিধা বা ১৫,০০০/- টকার সৰ্বাধিক প্ৰণোদনা লাভ করার জন্য যোগ্য হতে, কৰ্মচারীজন ইউএএন (UAN) সক্ৰিয় হওয়া নিশ্চিত হতে হবে।
- কৰ্মচারীজন এই প্রকল্পের জন্য যোগ্য হওয়ার জন্য বেংক একাউণ্ট সাথে আধার কাৰ্ড সৈতে সংযুক্ত থাকতে হবে।
- কেবল প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা/ ইপিএফও (EPFO)আওতায় যে সমস্ত সংস্থা ইতিমধ্যেই নিবন্ধিত রয়েছে, কেবল তারাই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।
- প্রথম বারের কৰ্মচারীসকলকে ইপিএফও (EPFO) পঞ্জীয়ন করা এবং ইউএএন (UAN) সৃষ্টি করার প্ৰক্ৰিয়া শুরু করার জন্য দায়বদ্ধ।
- প্রথমবার রেজিষ্ট্রেশন হওয়ার পর শ্ৰমিকসকল নিজস্ব ভাবে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা অধীনে সুবিধা লাভ করবেন।
- এই আঁচনির অধীনে আৰ্থিক সুবিধা দুটি পৃথক পৰ্যায়ে প্ৰদান করা হবে।
- কৰ্মচারিরা ৬ মাস অবিরত সেবা সম্পূৰ্ণ করার পর প্ৰথম কিস্তির টাকা প্রদান করা হবে।
- দ্বিতীয় কিস্তি ১২ মাসের চাকরি এবং বিত্তীয় সাক্ষরতা পাঠ্যক্ৰমের পর প্ৰদান করা হবে।
- কর্মচারীরা তাদের ১২ মাসের মেয়াদ শেষ হওয়ার আগে এই আর্থিক সাক্ষরতা কোর্সটি সম্পন্ন করতে হবে।
- এই পাঠ্যক্ৰম শুরু করতে কর্মচারিদের ইউএএন (UAN) পঞ্জীভুক্ত মবাইল নম্বর ব্যবহার করে ইপিএফঅ (EPFO) পৰ্টেলে প্ৰবেশ লাগবে।
- লগইন করার পর 'আমার ড্যাশবোর্ড'-এ যান এবং 'লার্নিং সেকশন'- এ ক্লিক করুন।
- ইএলআই সদস্যদের জন্য আর্থিক স্বাক্ষরতা বিকল্পটো নিৰ্বাচিত করুন এবং নামভৰ্তি সম্পূৰ্ণ করুন।
- এই পাঠ্যক্ৰম প্লেটফর্মে উপলব্ধ সকল শৈক্ষিক মডিউল দেখা হয়।
- কোর্সটি সফলভাবে শেষ করার পর অনলাইনে কোর্সটি সম্পন্ন করার সার্টিফিকেট জারি করা হবে।
- এই প্ৰমাণপত্ৰ লাভ করার পর কৰ্মচারীরা প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা অধীনে দ্বিতীয় কিস্তির জন্য যোগ্যতা অৰ্জন করতে পারবেন।
নিয়োগকৰ্তার জন্য আবেদন করার পদক্ষেপ
- ইচ্ছুক নিয়োগকৰ্তাসকলে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা অধীনে মাসের সুবিধা লাভ করার জন্য পঞ্জীয়ন করার প্ৰয়োজন নাই।
- কিন্তু পেন (PAN), জিএছটিআইএন (GSTIN), পেন (PAN) লিংক আদির ইচিআৰ (ECR) ফাইলিং সময়মতে বিষয়টি নিশ্চিত করা বাধ্যতামূলক।
- প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা অফিসিয়াল পৰ্টেল লাইভ রয়েছে যেখান থেকে এই প্রকল্পের সঙ্গে জড়িত সকল তথ্য লাভ করতে পারবেন।
- ইপিএফও (EPFO) ওয়েবসাইট পিএমভিবিআরওয়াই (PMVBRY) সুবিধা লাভ করতে তলত দেওয়া তথ্যসমূহ পূরণ করার গুরুত্বপূৰ্ণ :-
- কোম্পানী/ সংস্থাৰ নাম
- পেন নম্বর
- TAN নম্বর
- GST পরিচয় নম্বর
- বেংকর নাম অন্য শাখায়
- আই এফ এছ চি (IFSC) কোড
- একাউণ্ট নম্বর
- নিয়োগকৰ্তাসকলে ১ আগষ্ট ২০২৫ বা তার পর নিযুক্তি লাভ করা নতুন কৰ্মচারির তথ্য প্ৰদান করতে হবে।
- ইসিআর (ECR) সময়মত জমা দেওয়া জরুরী, যাতে প্রতিষ্ঠানটি সুবিধার জন্য যোগ্য হতে পারে।
- প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা অধীনে আওতায় পান-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি সাহায্য প্রদান করা হবে।
সংযুক্ত লিংকসমূহ
- প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা ওয়েবসাইট।
- প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা নিয়োগকৰ্তার লগ-ইন।
- প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা কর্মচারী লগ-ইন।
- প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা নিৰ্দেশনাৱলী।
- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
- কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন।
যোগাযোগের তথ্য
- প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা হেল্পলাইন নম্বর :- ১৮০০১৮০১৮৫০
- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় যোগাযোগ নম্বর।
Ministry
Do you have any question regarding schemes, submit it in scheme forum and get answers:
Feel free to click on the link and join the discussion!
This forum is a great place to:
- Ask questions: If you have any questions or need clarification on any aspect of the topic.
- Share your insights: Contribute your own knowledge and experiences.
- Connect with others: Engage with the community and learn from others.
I encourage you to actively participate in the forum and make the most of this valuable resource.
ব্যক্তির প্রকার | সরকার |
---|---|
Stay Updated
×
Comments
Class 11th arts
I am poor
15000
Good
Job
I m from West Bengal Kolkata 12 pass I'm jobless
নতুন কমেন্ট যুক্ত করুন