Related Scheme
              
          Description
              মহাশয়, 
সবিনয় বিনীত নিবেদন এই যে আমি সুমানা খাতুন রঘুদেববাটি সাধারণের বিদ্যালয় ফর গার্লস এর একজন প্রাক্তন ছাত্রী, আমি ২০১৫ সালে আমার কন্যাশ্রী (K1) ফ্রম ফিলাপ করি ও তার টাকাও পাই, কিন্তু ২৩/০৩/২০১৮  আমি কন্যাশ্রী  (K2) ফ্রম ফিলাপ করেছিলাম আমার কন্যাশ্রী আইডি (19161307805140000583) কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো টাকা পাইনি গত ৬ বছর ধরে (বি. ডি. ও) অফিস এবং কন্যাশ্রী অফিসে জানিয়েছি এবং একাধিকবার নিজে গিয়ে খোঁজ নিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি । আমার এই কন্যাশ্রী আইডি (19161307805140000583) দিয়ে আমি অনেকবার খোঁজ করেছি কন্যাশ্রী ওয়েবসাইটে কিন্তু কোন তথ্য দেখায় না। কোন সমাধান না পেয়ে নিরুপায় হয়ে আপনার কাছে অভিযোগ জানাচ্ছি। 
অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন আমার অভিযোগ টি তদন্ত করে আমাকে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা প্রদান করে বাধিত করবেন। 
বিনীত নিবেদক
সুমানা খাতুন
পিতাঃ সেখ কামাল
মোবাইলঃ ৯০৩৮৪২৯০৮৮
আধার নম্বরঃ ২০২৫৮৮২৫৪৮৭৫
গ্রাম + ডাকঘরঃ রঘুদেববাটি
পিনঃ ৭১১৩১০
থানাঃ সাঁকরাইল
জেলাঃ হাওড়া
           
  
Add new comment