বিধবা ভাতা হঠাৎ 2 মাস ধরে বন্ধ হওয়া

Description
আজ প্রায় 19 বছর ধরে এই ভাতা পাচ্ছি আমি । কিন্তু হঠাৎ করে গত সেপ্টেম্বর ও অক্টোবর মাস এর টাকা বন্ধ হওয়ার পর আমি কালেক্ট্রি অফিস এ যোগাযোগ করি সব ডকুমেন্ট নিয়ে তখন ওখানে আমাকে বলে আমার ফোন এ ফোন এসেছিল তখন নাকি পায় নি আমাকে তাই বন্ধ হয়ে গেছে কিন্তু কোনো রকম কল আসে নি আমার ফোন সবসময় খোলা , এখন বলছে নতুন করে সব করতে , কিন্তু কেনো আর 2 মাসের টাকা কই তাহলে ? ফোন আসে নি এমন কি মেসেজ ও আসে নি। আমি প্রত্যেক বছর লাইভ সার্টিফিকেট টাও জমা করি । কিন্তু আমার সাথে এসব কেনো ? আজ কিছু জন এসেছিল ঐঅফিস এ আমার ই মতো ওদের ও তাই বলল নতুন করে করতে সব।

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Lines and paragraphs break automatically.