আমার বিয়ে হয়েছে ২১.০৭- ২০২৫ এ আজ ২৯/৭/২০২৫ হতে চলছে আমি এখনো পর্যন্ত রূপশ্রী থেকে কোনো রকমের সাহায্য পায়নি

Description
মাননীয় মহাশয় মহাশয়া।আমি প্রীতি দেবনাথ শেওড়াফুলি 765 মিলন কলোনির বাসিন্দা আমি গত ১১/৬ /২০২৫/রূপশ্রী প্রকল্পের ফরম জমা করেছিলাম বিডিও অফিসে আমার বিয়ের তারিখ ছিল ২১/৭/২০০২৫ আজ ২৯ ৭ ২০২৫ হতে চলেছে কিন্তু আমি এখনো পর্যন্ত রুপশ্রী প্রকল্পের কাছ থেকে কোন রকমের আর্থিক সাহায্য পায়নি আমরা খুব মধ্যবিত্ত পরিবার আমাদের দিন আনা দিন খাওয়া আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় কোনরকম ভাবে মানুষের কাছ থেকে সাহায্য চেয়ে আমার বিয়েটা হয় কিন্তু আপনাদের এই প্রকল্পের বলা হয়েছিল যে বিয়ের পাঁচ দিন আগে সাহায্য প্রদান করা হয় কিন্তু আমি কোন রকমের বিবাহর পাঁচ দিন আগে বা আজ বিবাহের নয় দিন হতে চলল আপনাদের প্রকল্পের কোনো রকমের সাহায্য পাইনি আমার অনুরোধ আমার যত তাড়াতাড়ি পারেন আমাকে সাহায্য করুন।

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Lines and paragraphs break automatically.